শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারতে টেসলার কারখানা তৈরি নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প! ইলনকে সামনে পেয়েই বললেন 'ভারী অন্য়ায়'

RD | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ১১Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: ভারতে টেসলার কারখানা তৈরির সম্ভাবনা ক্রমশ উজ্জল হয়েছে। এ দেশে কর্মী নিয়োগের কথাও ঘোষণা করেছে ইলন মাস্কের সংস্থাটি। কিন্তু তাংর উপদেষ্টার এই পদক্ষেপে মোটেও খুশি নন প্রেসিডেন্ট ট্রাম্প। উল্টে ক্ষুব্ধ ট্রাম্প বিষয়টিকে 'আমেরিকার প্রতি ভারী অন্যায়' বলে মন্তব্য করেছেন। ট্রাম্পের ধারনা, শুল্ক নীতির কারণেই ইলন মাস্ক  ভারতে টেসলার কারখানা স্থাপনের কতা ভেবেছেন। 

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে সাক্ষাৎকার দিতে বসেছিলেন ট্রাম্প, তখন সেখানে ছিলেন ইলন মাস্ক-ও। ওই আলোচনাতেই প্রেসিডেন্ট ট্রাম্প স্মরণ করিয়ে দেন যে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময়ে তিনি ভারতের উচ্চ আমদানি শুল্কের বিষয়টি তুলে ধরেছিলেন। শুল্কসংক্রান্ত অচলাবস্থা কাটাতে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ব্যাপারেও দুই দেশ সম্মত হয়েছে। 

মোদীর এই সফরে সাক্ষাৎ হয়েছিল ইলন মাস্কের সঙ্গেও। ভারতের ইভি (ইলেকট্রিক ভেহিকেল) বাজারে ১০০ শতাংশ আমদানি শুল্কের সমালোচনা করেছিলেন মাস্ক। কারণ, তা ভারতের ঘরোয়া গাড়ি প্রস্তুতকারকদের, বিশেষত টাটা মোটরসের মতো সংস্থাগুলোকে সুরক্ষা দেওয়ার জন্যই করা হয়েছে। 

ট্রাম্পের দাবি, ভারতের শুল্কনীতি এতটাই কঠিন যে, সেখানে গাড়ি বিক্রি 'প্রায় অসম্ভব'। প্রেসিডেন্ট বলেন, "প্রতিটি দেশই আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করে সুবিধা নেয়। উদাহরণ হিসেবে, ভারতে গাড়ি বিক্রি প্রায় অসম্ভব।"

তবে নয়াদিল্লি এর একটা সমাধান সূত্র বের করেছে। তাতে বিদেশি গাড়ি কোম্পানিগুলির ভারতে প্রবেশের একটা দরজা খুলেছে। গত মার্চ মাসে নতুন ইভি নীতি ঘোষণা করে নয়াদিল্লি জানিয়েছে যে অন্তত ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করে ভারতে কারখানা স্থাপন করলে আমদানি শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনা হবে।

ট্রাম্প মনে করেন, মাস্ক যদি ভারতে কারখানা স্থাপন করেন, তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য 'অন্যায্য' হবে। তিনি বলেন, "ইলন যদি ভারতে কারখানা বানায়, তাহলে ঠিক আছে, তবে আমাদের জন্য এটি খুবই অন্যায়।"

ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য পরিকল্পনায় রয়েছে "প্রতিশোধমূলক শুল্ক"। এর আওতায়, যেসব দেশ আমেরিকান পণ্যে শুল্ক আরোপ করবে, যুক্তরাষ্ট্রও তাদের পণ্যের ওপর একই হারে শুল্ক বসাবে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "যদি আমি বলি ২৫ শতাংশ, সবাই বলবে, 'ওহ, এটা ভয়ানক।' তাই এখন আমি আর তা বলি না। আমি শুধু বলি, 'তারা যা নেবে, আমরাও তাই নেব।' এবং জানেন কি এতে কী হয়? তারা থেমে যায়।"

সূত্রের খবর, ইলন মাস্কের টেসলা এপ্রিলে ভারতের বাজারে প্রবেশ করতে পারে। সংস্থাটি ইতিমধ্যেই দিল্লি ও মুম্বাইতে দুটি শোরুমের জন্য জায়গা চিহ্নিত করেছে এবং ১৩টি মাঝারি স্তরের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে, টেসলা এখনও ভারতে গাড়ি উৎপাদন শুরু করেনি। দীর্ঘদিন ধরেই সংস্থাটি ভারতের ইভি বাজারে প্রবেশের পরিকল্পনা করলেও স্থানীয় বিনিয়োগ, নীতিগত বাধা এবং উচ্চ শুল্কের কারণে সমস্যার সম্মুখীন হয়েছে। টেসলা এর আগে ভারত সরকারের কাছে নীতিগত সুবিধা ও শুল্ক কমানোর আবেদন জানিয়েছিল। 


teslateslaindiadonaldtrumpelonmusk

নানান খবর

নানান খবর

'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির

পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের

'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি

সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন

এভাবেও টাকা কামানো যায়, 'গরম বিছানা' ভাড়া দিয়ে মাসে আয় ৫০ হাজার ডলার!

ভলগোগ্রাদ বিমানবন্দরের নাম পাল্টে 'স্টালিনগ্রাদ আন্তর্জাতিক বিমানবন্দর' করলো রাশিয়া

মার্কিন দেশে অতিমারি! ভয়ের চোটে ঘুম উড়ল ট্রাম্প প্রশাসনের

এশিয়ান শিল্পীদের প্রয়াস আমেরিকাতে, নানা দেশের সংস্কৃতি ফুটে উঠল প্রদর্শনীতে

পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ, কেন এই অশনি ইঙ্গিত দিলেন গবেষকরা

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু

পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে

সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী

‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ

সোশ্যাল মিডিয়া